লকডাউনের নিয়ম ভঙ্গ করেছেন জিদান!
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে লকডাউনের নিয়ম ভেঙেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনে। তাই পুরো দেশই লকডাউন করে রাখা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতার পরিমাণ কমায় কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু তারপরও এক শহর থেকে অন্য শহরে যাওয়ার অনুমতি নেই কারো, যদি না খুব গুরুত্বপূর্ণ কিছু না থাকে। কিন্তু এ সময়েই 'মাদ্রিদের বাইরেই গ্রামের দিকে নিজের দ্বিতীয় বাড়িতে' গিয়েছেন জিদান।
নিয়ম অনুযায়ী, স্পেনে বসবাসকারী নাগরিকদের এ সময়ে নিজের দ্বিতীয় কোনো বাড়িতে যাওয়ারও অনুমতি নেই।
স্পেনের ক্রীড়াঙ্গনে সবার আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়-স্টাফদেরই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। কারণ প্রথম তাদের বাস্কেটবল দলের একজন খেলোয়াড়ের করোনা ভাইরাস শনাক্ত হয়। এর কিছু দিন পর গলফ খেলতে গিয়ে আইন ভঙ্গ করেছিলেন দলের অন্যতম ফুটবলার গ্যারেথ বেল।
বর্তমানে ক্লাবটি ফুটবলে ফিরে আসার জন্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। শুরুতে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি থাকলেও গত সপ্তাহ থেকে দলীয় অনুশীলন করার অনুমতি মিলেছে।
উল্লেখ্য, আগামী ৮ জুন থেকে লা লিগা ফের মাঠে ফেরার জন্য সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার।
Comments