কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে চার রোহিঙ্গাসহ নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে। সেখানে ২৫ জনের করোনা পজিটিভ আসে।
মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাজাহান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার সাত জন, চকরিয়া আট জন, উখিয়ায় দুই জন, কুতুবদিয়ায় একজন, মহেশখালিতে একজন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুইজন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত ৬৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন।
কক্সবাজার জেলা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এ পর্যন্ত এই ল্যাবে ৫৮০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৬৫ জনের। তাদের মধ্যে কক্সবাজার জেলার ৩৯৭ জন, বান্দরবান জেলার ১৬ জন ও চট্টগ্রাম জেলার ২৩ জন। এ পর্যন্ত ২৯ রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছেন।
Comments