করোনায় শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অধ্যক্ষ নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।
তিনি স্বামী, ছেলে, মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭৪ সালের ১৫ জানুয়ারি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। তার বাবা ড. মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একজন সদস্য ও মন্ত্রী ছিলেন।
Comments