অস্ট্রেলিয়া নয়, পাকিস্তান-উইন্ডিজের বিপক্ষে করো: রোহিতকে ব্রেট লি

ওয়ানডে ক্রিকেটে একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অথচ এ সংস্করণের ইতিহাসে ডাবল সেঞ্চুরির দেখা মিলেছে মাত্র আটটি। তার দুটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে অপরটি অস্ট্রেলিয়ার। তবে আবারো ক্যারিয়ারে আরও ডাবল সেঞ্চুরি করতে পারেন বলে মনে করেন সাবেক অজি পেসার ব্রেট লি। তবে সেটা যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে না হয় এমন অনুরোধ করেছেন তিনি। এবার পাকিস্তান ও উইন্ডিজের বিপক্ষে করতে বললেন এ সাবেক তারকা।
rohit sharma
ছবি: রয়টার্স

ওয়ানডে ক্রিকেটে একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অথচ এ সংস্করণের ইতিহাসে ডাবল সেঞ্চুরির দেখা মিলেছে মাত্র আটটি। তার দুটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে অপরটি অস্ট্রেলিয়ার। তবে আবারো ক্যারিয়ারে আরও ডাবল সেঞ্চুরি করতে পারেন বলে মনে করেন সাবেক অজি পেসার ব্রেট লি। তবে সেটা যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে না হয় এমন অনুরোধ করেছেন তিনি। এবার পাকিস্তান ও উইন্ডিজের বিপক্ষে করতে বললেন এ সাবেক তারকা।

সম্প্রতি স্টার স্পোর্টসের অনুষ্ঠান ক্রিকেট কানেক্টেডে ব্রেট লি বলেছেন, 'আশা করছি সে তার ক্যারিয়ারে আরও অনেক ডাবল সেঞ্চুরি করবে। তবে দয়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন আর না হয়... যে কোনো দল পাকিস্তান, উইন্ডিজ ঠিক আছে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়।'

২০১০ সালে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটা করেছিলেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার। পরের বছর করেন আরেক ভারতীয় বিরেন্দর শেওয়াগ। এরপর ২০১৩ ও ১৪ সালে টানা দুই বছরে দুটি ডাবল হাঁকান রোহিত। তিন বছর পর আরও একটি ডাবল সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এ ওপেনার। খেলেন অপরাজিত ২৬৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস।

রোহিত শর্মার ব্যাটিং দেখারও আলাদা মজা রয়েছে বলে জানান লি। তার শুরুর দিকের খেলা নিয়ে তিনি আরও বলেন, 'তার এখনও অনেক বছর বাকি আছে, অনেক ক্রিকেটও আছে। রোহিত শর্মাকে আমি প্রথম দৃশ্যপটে আসতে দেখেছিলাম ফ্লামবোয়ান্টে। সে যেভাবে ব্যাট চালায় তা খুবই আক্রমণাত্মক। তবে তার ব্যাটিং দেখার সময় আমি প্রথম দেখি তার ব্যাটের আওয়াজ। আপনি জানেন লোকজন নানা ধরণের শব্দ করে যখন তারা ব্যাটের মাঝ দিয়ে বল মারে। এটা আলাদা শব্দ।'

বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বিধ্বংসী ক্রিকেটারই মানা হয় রোহিতকে। ২২৪ ওয়ানডে ম্যাচ খেলেই রান করেছেন ৯ হাজার ১১৫। সেঞ্চুরি ২৯টি। ২০১৯ বিশ্বকাপেই করেছেন রেকর্ড ৫টি সেঞ্চুরি। গড়টাও ঈর্ষনীয়। প্রায় ৫০ এর কাছাকাছি।

Comments

The Daily Star  | English
Dhaka Battery-Powered Rickshaw Restrictions

Traffic police move against battery-run rickshaws on major roads

The move has brought some relief to commuters, as the high-speed rickshaws have been causing accidents.

2h ago