সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার মিরপুর এলাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম এ মতিন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এম এ মতিনের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
Comments