করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার, যুক্তরাষ্ট্রে ৯৮ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২২ লাখের বেশি মানুষ।
চীনের একটি চেকপয়েন্টে নিরাপদ পোশাক পরে স্বেচ্ছাসেবীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২২ লাখের বেশি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৯৭ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ২৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২২ লাখ ৩২ হাজার ৫৯৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৯৮ হাজার ২২৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ১৫৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন, মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৩৩ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ৩ হাজার ৬৩৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৯৮ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫৪৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৬১ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪০০ জন, মারা গেছেন ২৬ হাজার ৮৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৫৮ জন, মারা গেছেন ৩২ হাজার ৮৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৭ জন, মারা গেছেন ২৮ হাজার ৪৬০ জন এবং সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৩১৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬০০ জন, মারা গেছেন ৮ হাজার ৩০৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৯৯ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৪ জন, মারা গেছেন ৭ হাজার ৪৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৮১৪ জন, মারা গেছেন ৪ হাজার ৩৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৫৬ জন, মারা গেছেন ৪ হাজার ১৭২ জন এবং সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭০৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০২ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৫২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ হাজার ৫৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫০১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

Comments

The Daily Star  | English

Accolade for business icons

A garment business tycoon, an owner of a local conglomerate, a celebrated local steel giant, a well-known bank and a woman entrepreneur were felicitated at the 22nd Bangladesh Business Awards (BBA) for their outstanding efforts and landmark achievements in their respective business fields. 

7h ago