২৪ ঘণ্টায় পরীক্ষা ৫৪০৭, শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪৮টি ল্যাবে ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও সাত জন নারী। দেশের এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫২২ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দুই লাখ ৫৮ হাজার ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments