১১০০ পেরোলো করোনা জয়ী পুলিশের সংখ্যা
চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪ হাজার ৫৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাহসী এই সম্মুখযোদ্ধাদের অনেকেই পুনরায় যোগ দিয়েছেন নিজ নিজ কর্মস্থলে।
আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনসহ বাংলাদেশ পুলিশের ৪ হাচার ৫৩ জন গর্বিত সদস্য জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৪ জন।
পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
Comments