বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ায় ৩ ছেলে গ্রেপ্তার
জয়পুরহাটের সদর উপজেলায় ৮০ বছর বয়সী নারীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে তিন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য জানিয়েছেন।
ঈদের সকালে আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক তাদের মাকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে ফেলে রেখে যান।
শাহরিয়ার খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃদ্ধা নারীর বাড়ি পৌর শহরের জানিয়ার বাগান এলাকায়। গতকাল স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহাজারি করতে দেখে ৯৯৯ নম্বরে কল করে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃদ্ধা নারীকে উদ্ধার করে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেইফ হোমে নেওয়া হয়।’
‘রাতে তার নাত বউ বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হকে গ্রেপ্তার করে। অভিযোগ পাওয়া গেছে, তারা কৌশলে বৃদ্ধার সব জমি নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন। অথচ ঠিক মতো খাবার দিতেন না, অমানবিক নির্যাতন করতেন’— বলেন শাহরিয়ার খান।
Comments