চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অ্যাসিসটেন্টের মৃত্যু
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অ্যাসিসটেন্ট হৃদয় কৃষ্ণ (৫৯) মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের গুয়াখোলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হৃদয় কৃষ্ণ মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন। ১০ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর শহরের বাসায় চলে যান। সেখানে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি।’
Comments