ধারণ ক্ষমতার এক তৃতীয়াংশ যাত্রী নিয়ে ভারতে উড়োজাহাজ চলাচল শুরু
টানা দুই মাস পর ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার থেকে দেশটির বেশ কয়েকটি রাজ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উড়োজাহাজের মাত্র এক তৃতীয়াংশ আসনে যাত্রী নেওয়া হচ্ছে।
এনডিটিভি জানায়, গতকাল এভাবে ৫৮ হাজারেরও বেশি যাত্রী ফ্লাইটে চড়ে যাতায়াত করেছেন।
দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, ‘প্রথম দিন ৮৩২টি ফ্লাইটে মোট ৫৮,৩১৮ জন যাত্রী মধ্যরাত পর্যন্ত নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা হন।’
ধীরে ধীরে বিমানের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।
এদিকে, নতুন বিধিনিষেধ মানতে গিয়ে মুম্বাই ও চেন্নাই সহ বড় বড় বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজারের বেশি। মারা গেছেন ৪ হাজার ১৮৭ জন।
Comments