‘বিষাক্ত মদ’ পানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৪
দিনাজপুরের বিরামপুরে ‘বিষাক্ত মদ’ পানে স্বামী-স্ত্রীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অসুস্থ হয়ে আরও চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ দ্য ডেইলি স্টারকে জানায়, বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মতিন (২২), সুলতান আলীর ছেলে মহসীন আলী (২৭) ও তোজাম্মেলের ছেলে আজিজুলসহ (৩০) আরও চার জন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেশাপণ্য হিসেবে ‘স্পিরিট’ পান করেন।
এরপরই তারা অসুস্থ বোধ করেন এবং আজ বুধবার ভোর রাতে একে একে তিন জনের মৃত্যু ঘটে।
এছাড়াও, আজ দুপুরে ‘বিষাক্ত মদ’ পান করে স্বামী শফিকুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মঞ্জুয়ারা (৩৫) মারা গেছেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান নেশাপণ্য পানে পাঁচ জনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ‘তবে কী ধরনের নেশাপণ্য তারা পান করেছিল তা পরীক্ষার জন্য তাদের লাশ দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’
অপর দিকে, ‘স্পিরিট’ পানে একই গ্রামের রানা, জর্জিস, হৃদয় ও ছাত্তার নামে আরও চার জন অসুস্থ হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলেও তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত মহসীনের পিতা সুলতান আলী বলেন, ‘নিহতরা আগে থেকে মাদকাসক্ত ছিল। স্পিরিট পানে অসুস্থ হয়ে তারা মারা গেছে।’
সংবাদ পেয়ে আজ বুধবার সকালে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এএসপি মিথুন সরকার ও বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Comments