যমুনায় ডুবে যাওয়া নৌকার আরও ২ যাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ডুবে যাওয়া নৌকার আরও দুই যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে আজ বুধবার সকালে। এ নিয়ে নিহতের সংখ্যা পাঁচ জনে পৌঁছেছে।
ডুবে যাওয়া নৌকাটির আরও ১৩ যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদুল ইসলাম জানান, আজ বুধবার সকালে দমকল বাহিনী চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় নদীতে ভাসমান দুটি মরদেহ উদ্ধার করেছে।
আজ উদ্ধার হওয়া দুটি মরদেহের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কইজুরী গ্রামের মো. আফজাল হোসেনের (৪০) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এনায়েতপুর থেকে ৭০-৭৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা প্রচণ্ড বাতাসের কারণে ডুবে যায় বলে জানান স্থলচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
তিনি আরও জানান, এখন পর্যন্ত মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মনজুরুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে ফায়ার ব্রিগেডের ডুবুরিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭৩ যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, ৩ মরদেহ উদ্ধার
Comments