চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু
২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক জন মারা গেছেন। আজ বুধবার দুপুর দুইটার দিকে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকায়।
আজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু, তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আজ দুপুরে তিনি সেখানেই মারা যান। তার মৃত্যুর আগে নমুনা সংগ্রহ করা হয়। তাকে করোনা সন্দেহভাজন হিসেবে মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।’
Comments