কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশ সাত জনে দাঁড়িয়েছে। এরমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপরেশানের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ প্রায় ২০ জন জনপ্রতিনিধি আছেন।
প্রতীকী ছবি। (সংগৃহীত)

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশ সাত জনে দাঁড়িয়েছে। এরমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপরেশানের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ প্রায় ২০ জন জনপ্রতিনিধি আছেন।

আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ তার কার্যালয়ের চার জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুব করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে কুমিল্লা শহরের বজ্রপুরে করোনায় মারা যাওয়া সিমেন্ট ব্যবসায়ীর ভাইসহ তার গ্রামের বাড়ি হেমজুরায় আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা শনাক্ত হওয়া কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল দ্য ডেইলি ষ্টারকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে নিজে মানুষের কাছে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার বিকল্প নেই। এ ছাড়াও, ইউনিয়নে বিধবা-বয়স্ক ভাতা প্রদানের কাজও তদারকি করেছি। দ্রুত সুস্থ হয়ে আবারও ত্রাণ কাজে ফিরতে চাই।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now