কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজিবপুরে করোনা উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর ডায়রিয়া শুরু হলে ওই কিশোরকে গতকাল বিকেলে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার নমুনা সংগ্রহ করা হয়নি।
আজ তার চাচির ডায়রিয়া ও চাচাতো বোনের জ্বর দেখা দিলে তাদেরকে সকালে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও, নিহত ওই কিশোরের বাড়িতে আরও দুই শিশু ডায়রিয়া ও বমিতে আক্রান্ত বলে জানিয়েছেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ রোকনুজ্জামান রাজু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন জানান, মৃত কিশোরের পরিবার জানিয়েছিল তার অ্যাজমা ছিল। পরে জ্বর, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর তার পরিবার তথ্য গোপন করায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
রাজীবপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ওই কিশোরের মৃত্যুর পরে করোনা সন্দেহে ওই পরিবারসহ আশেপাশের আরও কয়েকটি পরিবারকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই কিশোরের পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে দুজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
মৃত কিশোরের নমুনা সংগ্রহ না করার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘কেন এমনটা করা হলো সে ব্যাপারে সিভিল সার্জনকে অবহিত করা হবে।’
Comments