ঠাকুরগাঁওয়ে ঝড়ে অর্ধশতাধিক বাড়ির ক্ষতি, উপড়ে গেছে শতাধিক গাছ
ঠাকুরগাঁওয়ে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে আম, লিচুসহ শতাধিক গাছ। এছাড়াও ভুট্টা, মরিচসহ অন্যান্য সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ ।
ইউনিয়নের ফাড়াবাড়ি হাজীপাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, পাঁচ-সাত মিনিটের ঝড়ে একটি বড় মেহগনি গাছ বাড়ির ওপর ভেঙে পড়ায় তাদের চারটি ও পাশের বাড়ির আরেকটি ঘর ভেঙে পড়েছে।
একই এলাকার রফিকুল মাস্টার জানান, ঝড়ে তার লিচু বাগানের অনেক গাছের ডালপালা ভেঙে গেছে।
স্থানীয় কৃষক মনিরাম বর্মণ বলেন, ঝড়ে প্রায় একবিঘা জমির ভুট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির অর্ধেকের বেশি গাছ ভেঙে পড়েছে ।
দমকা বাতাস ও ভারী বৃষ্টিতে মরিচ ও বিভিন্ন সবজি খেত ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হবে।
Comments