বিশ্বকাপের জায়গায় আইপিএল দারুণ হবে: কামিন্স
করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আছে শঙ্কা। যদিও আইসিসি বলছে সময়মতই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। কিন্তু বিশ্বকাপ যদি পিছিয়ে যায় সেই জায়গায় আইপিএল দারুণ হবে বলে মনে করেন অসি পেসার প্যাট কামিন্স।
করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আছে শঙ্কা। যদিও আইসিসি বলছে সময়মতই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। কিন্তু বিশ্বকাপ যদি পিছিয়ে যায় সেই জায়গায় আইপিএল দারুণ হবে বলে মনে করেন অসি পেসার প্যাট কামিন্স।
গত ২৯ মার্চ আইপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। বিশ্বব্যাপী মহামারি ছড়িয়ে পড়ায় দেশে দেশে শুরু হয় লকডাউন। স্থবিরতার ধাক্কায় বিশ্বকাপ পিছিয়ে এই জায়গায় আইপিএল হতে পারে বলে খবর চাউর হয় ভারতীয় গণমাধ্যমে।
আইসিসি অবশ্য বরাবরই ঠিক সময় বিশ্বকাপের ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে আসছিল। তবে এখনো বিশ্বকাপ নিয়ে আছে অনিশ্চয়তা। বুধবার সিডনিতে গণমাধ্যমকে সেই অনিশ্চয়তা টেনে ধরেই বিশ্বকাপের জায়গায় আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান কামিন্স, ‘বিশ্বকাপ যদি পিছিয়ে যায় আমার মনে হয় এই জায়গায় আইপিএল দারুণ হবে। সারা দুনিয়া জুড়ে লাখ লাখ দর্শক আছে আইপিএলের। লম্বা সময় ক্রিকেট না থাকায় এবার হয়ত আরও বেশি লোকে দেখবে। আমি আইপিএলের পক্ষে কারণ এটি দারুণ টুর্নামেন্ট।’
কামিন্সের অবশ্য আইপিএলের পক্ষে না থাকাই হতো অস্বাভাবিক। চলতি বছর সবচেয়ে দামি বিদেশি হিসেবে রেকর্ড ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঠে ফিরতে উন্মুখ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারের চলতি বছরের আইপিএলের সঙ্গে ব্যক্তিগত লাভক্ষতির হিসেবটাও যে চড়া।
Comments