অকালে চলে গেলেন খুলনার ক্রিকেটার কাজল

Kazi Riazul Islam Kajal
ছবি: সংগ্রহ

খুলনা জেলা দলের অধিনায়ক ও স্থানীয় পর্যায়ের কোচ কাজী রিয়াজুল ইসলাম কাজলের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার মাঝরাতে অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসা দিতে খুলনা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ হেমায়েতউল্লাহ কাজলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাজল। ৩২ বছর বয়েসী এই ক্রিকেটার সর্বশেষ গঠিত খুলনা জেলা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। 

এছাড়া বয়রা তরুণ সংঘ নামের একটি ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবেও কাজ করতেন তিনি।

কাজলের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার  যশোরের মণিহারে শ্বশুর বাড়িতে ছিলেন কাজল। সেখানে রাতে খাওয়া দাওয়ার পর অসুস্থবোধ করেন তিনি। দ্রুত যশোরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে। কিন্তু রাস্তার মধ্যেই মারা যান তিনি।

জানা গেছে কাজলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তবে করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। বৃহস্পতিবার সকালেই ধর্মীয় রীতি অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় কাজলের দাফন সম্পন্ন হয়েছে।

সদ্য প্রয়াত এই ক্রিকেটার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেটও খেলেছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago