বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ‘সোহেলের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। গতকালই রাত ৯টার দিকে তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। রাত ১১টার পর থেকে হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’

‘সোহেল করোনায় আক্রান্ত ছিলেন কি না, সেটি জানতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’, বলেন তিনি।

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

9h ago