মানিকগঞ্জে করোনায় আরও ১ জনের মৃত্যু

Deadbody_Corona
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গতকাল ওই ব্যক্তির মৃত্যু হলে জয়মণ্ডপ ইউনিয়ন আগামী ১১ জুন পর্যন্ত লকডাউন করা হয়। আজ সকালে নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে।’

রুনা লায়লা আরও বলেন, ‘বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি, তার স্ত্রী, ভাই ও ভাইয়ের স্ত্রী সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার তাদের চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুই জন করোনায় আক্রান্ত নন।’

মরদেহ সৎকারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনির্বাণ পাল। তিনি বলেন, ‘একাধিকবার যোগাযোগ করা হলেও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কোনো সহযোগিতা করেনি। সরকারি সংস্থার কাছ থেকে যদি সময় মতো সহযোগিতা পাওয়া না যায়, তাহলে এমন সংস্থার কী প্রয়োজন’— প্রশ্নও তোলেন তিনি।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। পুরো জেলার দায়িত্বে আমি একা। লোকবল নেই যারা সৎকারে সহযোগিতা করতে পারে। অস্বচ্ছল কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আমরা সাত হাজার টাকা সহয়তা দিয়ে থাকি। যিনি মারা গেছেন, তিনি আর্থিকভাবে সচ্ছল। তাই অর্থ সহায়তাও দেওয়া হয়নি।’

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago