ভারত, আফগানিস্তানের বিপক্ষে খেলার সূচি ঠিক করেছে অস্ট্রেলিয়া
করোনাভাইরাস মহামারির অনিশ্চয়তায় একের পর এক আন্তর্জাতিক সিরিজ স্থগিতের স্রোতে আশার খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসছে অস্ট্রেলিয়ান গ্রীষ্মে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ভারতের বিপক্ষে বহুল আলোচিত সিরিজের সূচি দিয়েছে তারা।
করোনা সংকটে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতের বিপক্ষে ডিসেম্বরে সিরিজ আয়োজন দৃঢ় প্রতিজ্ঞ ছিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের তুমুল বাজার মূল্য থাকায় সিরিজটি থেকে অন্তত ৩০ কোটি টাকা আয়ের সম্ভাবনা তাদের।
অর্থনৈতিক দিক বিবেচনাতেই তাই সিরিজটি বিশেষ ব্যবস্থাতেই আয়োজিত হওয়ার ক্ষেত্র তৈরি ছিল। তবে তার আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সম্ভাবনা নিয়ে শঙ্কা ছিল খানিকটা। এবার দিন তারিখ জানিয়ে আফগানদের আশার পালেও হাওয়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২১ নভেম্বরে পার্থে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। রশিদ খানদের বিপক্ষে স্টিভেন স্মিথরা খেলবেন গোলাপি বলে দিবারাত্রির টেস্ট।
এরপরই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। ব্রিসবেনের গ্যাবায় ৩ ডিসেম্বর শুরু হবে স্মিথ-কোহলিদের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১১ ডিসেম্বরে অ্যাডিলেডে নামবে দিবারাত্রীর টেস্ট খেলতে। ২৬ ডিসেম্বর রীতি অনুযায়ী বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। ৩ জানিয়ারি দুই দল সিরিজের শেষ টেস্ট খেলবে সিডনিতে।
২০১৮-১৯ মৌসুমে সর্বশেষ সফরে বিরাট কোহলির ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়েছিল।
করোনাভাইরাস পরিস্থিতি বেশ ভালোই সামাল দিয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৬ হাজার ৫৯১। এরমধ্যে মারা গেছেন ৬৪৫ জন। আর সুস্থ হয়ে গেছেন ১৫ হাজার ২২৮ জন।
Comments