পটুয়াখালীতে সাংবাদিকসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে এক সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীতে এক সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনাক্তদের মধ্যে একজন সাংবাদিক ও পটুয়াখালী পৌরসভার মেয়রের তথ্য সহযোগী, একজন মেয়রের গাড়িচালক, একজন পটুয়াখালী হাসপাতালের এক সেবিকার স্বামী ও অপরজন সদর উপজেলার বসাক বাজার এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ২১ মে পটুয়াখালী পৌরসভার মেয়রের করোনা পজিটিভ হওয়ায় তার সংর্স্পশে যাওয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতা, পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, তার পরিবারের সদস্যসহ শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে জেলায় দুই জন প্রতিষ্ঠানিকসহ ১৯ জন আইসোলেশনে রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। মারা গেছেন তিন জন। এখন পর্যন্ত পটুয়াখালীতে এক হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে এক হাজার ৩৩৯ জনের। যার মধ্যে ৪৭ জনের পজিটিভ ও এক হাজার ২৯২ জনের নেগেটিভ এসেছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago