সিরাজগঞ্জের চৌহালীতে নৌকা ডুবি

যমুনা থেকে আরও ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরও চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের পরিচয় জানা যায়নি।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরও চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের পরিচয় জানা যায়নি।

এ দিয়ে এখন পর্যন্ত নয় জনের লাশ উদ্ধার হলো।

এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে আজিমুদ্দি মোড় এলাকা থেকে দুই জন, স্থলচর এক জন ও ঘুসুরিয়া এক জনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে পুলিশ।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালীতে যাওয়ার পথে স্থলচর এলাকায় প্রচণ্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়।’

‘স্থানীয়রা ৫৭ জনকে জীবিত ও পাঁচ জনের লাশ উদ্ধার করেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর মধ্যে তিন জনের লাশ স্থলচর, এক জনের জোতপাড়া ও আরেক জনের লাশ কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।’

জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবী মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী নৌকা ডুবির জন্যে অন্যতম কারণ বলেও জানান তারা।

Comments