সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ১ জুন থেকে

সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ফাইল ফটো স্টার

সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম মহিবুল হক আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছি।‘

দেশে করোনা সংক্রমণের কারণে গেল দুই মাসের বেশি সময় ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ আছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন, আগামী ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।  এরপর আন্তর্জাতিক রুটে বিমান চলাচল চালু করার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন মফিদুর রহমান।

দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গেল মার্চ থেকে দেশে যে সাধারণ ছুটি চলছিল তা ৩০ মের পর আর বর্ধিত না করার সরকারি সিদ্ধান্তের একদিন পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এলো।

করোনা সংক্রমণ রোধে গত ১৬ মার্চ থেকে সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে (চীন ছাড়া) বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

 

Comments