পুঁজিবাজারে লেনদেন শুরু ৩১ মে
দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৩১ মে রোববার থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। তবে লেনদেন হবে দুপুর দেড়টা পর্যন্ত। যা স্বাভাবিক সময়ে আড়াইটা পর্যন্ত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম স্টক একচেঞ্জও একই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
গত ২৫ মার্চ সবশেষ লেনদেন হয়েছিল। এরপর করোনাভাইরাসের কারণে সরকারের সাধারণ ছুটির সাথে সাথে পুঁজিবাজারও বন্ধ করে দেয়া হয়।
এদিকে, লেনদন শুরু করা হলেও সেটি ফ্লোর প্রাইসের ভিত্তিতেই হবে। লেনদেন শুরুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সব শেয়ারের জন্য ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় যেন শেয়ারের দাম গত পাঁচ কর্মদিবসের গড় দামের চেয়ে আর কমতে না পারে।
বিশ্লেষকরা কৃত্রিমভাবে শেয়ারের দাম ধরে রাখার এ পদ্ধতিকেও বাজারের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলে মনে করেন।
Comments