মানিকগঞ্জে আরও ৪ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩২ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘নতুন আক্রান্ত ৪ জনই সিংগাইর উপজেলার। আক্রান্ত এক জন রিপোর্ট পাওয়ার আগেই মারা গেছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে আছেন। তাকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনতে বলা হয়েছে। তবে, সন্ধ্যা সাড়ে ছয়টাও তাকে হাসপাতালে আনা হয়নি।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ২১১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এরমধ্যে ১ হাজার ৯৫৪ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৩২ জনের। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন নিজ নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন দুই জন। এ ছাড়াও, জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। নিহতের মধ্যে চার জন পুরুষ, দুই জন নারী ও এক জন কিশোর বলে জানান তিনি।
Comments