পাবনায় করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১২ টায় ঢাকা কুর্মিটোলা করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার পুত্র শাহরিয়ার মোস্তফা তন্ময় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তাকে বিকেলে সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজা এবং রহিমপুর কবরস্থানে দাফন করা হয়।
জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১১ মে রাতে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
Comments