ব্রাহ্মণবাড়িয়ার ৩ জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের নগদ অর্থসহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্তকৃত দুই চেয়ারম্যান হলেন- নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ ও বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া। এছাড়াও একই অভিযোগে বীরগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য তাহের মিয়াও সাময়িক বরখাস্ত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ৭৫ হাজার পরিবারকে ঈদ উপহার দেওয়া হবে। ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। এই তালিকা তৈরিতে বীরগাঁও ইউপি চেয়ারম্যান ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। পরে জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায়।
Comments