৫০ ভাগ আসন ফাঁকা রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত

সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে বাংলাদেশ রেলওয়ে সীমিতভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে চলবে ট্রেনগুলো।

বাংলাদেশ রেলপথের মহাপরিচালক মো. শামসুজ্জামান আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১ মে থেকে সীমিত আকারে কেবল আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল শুরু করবে। শনিবার বিভিন্ন রুটের ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ট্রেনে তাপানুকূল কোচ রাখা হবে না।

তিনি আরও বলেন, ‘ট্রেনের সংখ্যা খুব কম হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত রেখেছে।

Comments

The Daily Star  | English

Iran-Israel conflict may pose new threat to Bangladesh's RMG sector: BGMEA president

The conflict could trigger a spike in global oil prices, causing a rise operational costs, he says

1h ago