বাগেরহাটে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সকালে নির্যাতিতার ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২৬ মে রাত আটটার দিকে ওই বাক প্রতিবন্ধী কিশোরী প্রতিবেশীর কাছ থেকে পিয়াজ ধার নিয়ে ঘরে ফিরছিল। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্ত যুবক তাকে জোর করে নিজ ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, নির্যাতিতার ভাইয়ের মামলায় আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বাবুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments