অবৈধভাবে বালু তোলায় কালিহাতীতে ধ্বংস করা হলো ৬ ড্রেজার
টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের বেশি পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া ও বাংড়া ইউনিয়নের তালতলা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা।
তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা।
ইউএনও জানান, দীর্ঘদিন থেকেই একটি মহল নদীর ওই এলাকাগুলোয় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়টি বাংলা ড্রেজার এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ইউএনও আরও বলেন, কালিহাতীবাসীর অবগতির জন্য জানাচ্ছি, অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন কোন ধরনের অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে না। প্রশাসনের নামে কেউ সুবিধা নিলে সরাসরি ইউএনওকে জানান। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Comments