কুড়িগ্রামে সিনিয়র নার্সের করোনা শনাক্ত, নেই উপসর্গ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। তবে তার করোনার উপসর্গ ছিল না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে ওই নার্সের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নিয়মিত ডিউটি করছিলেন ওই নার্স।
তিনি আরও জানান, গত ২৩ মে ওই নার্সের নমুনা সংগ্রহ করে রংপুরে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার কোনো উপসর্গ নেই। তাকে হাসপাতাল কোয়াটারে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ নিয়ে ফুলবাড়ীতে এক চিকিৎসক ও হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মীসহ মোট আট জনের করোনা শনাক্ত হলো বলে তিনি জানান। তাদের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।
Comments