কক্সবাজারে আরও ৭১ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। চার জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন করে শনাক্ত ৭১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫৪ জন, চকরিয়ায় একজন, উখিয়ায় আট জন, টেকনাফে দুই জন, রামুতে এক জন, মহেশখালিতে এক জন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় এক জন,  বান্দরবান জেলার লামা উপজেলার দুই জন ও এক জন রোহিঙ্গা সদস্য আছেন।

মেডিকেল কলেজ সূত্র জানায়, ল্যাবে এ পর্যন্ত ৬ হাজার ৭৬৫  জনের নমুনা পরীক্ষায় ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৫৮১ জন, বান্দরবান জেলার ২৬ জন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া দুই উপজেলার  ৪১ জন ও রোহিঙ্গা ৩০ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত  ১০১ জন সুস্থ হয়েছেন আর করোনায় মারা গেছেন ১২ জন।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago