চার্টার্ড ফ্লাইটে সস্ত্রীক লন্ডন গেলেন সোহেল এফ রহমান ও এম মোর্শেদ খান
করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেই সস্ত্রীক লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান এবং বিএনপির সাবেক নেতা এম মোর্শেদ খান।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় সোহেল এফ রহমান ও তার স্ত্রী ঢাকা ত্যাগ করেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বেক্সিমকোর এক মুখপাত্র।
তিনি জানান, অন্তঃসত্ত্বা মেয়ের পাশে থাকতেই তারা যুক্তরাজ্যে গিয়েছেন।
একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বলেও জানান তিনি।
এর আগে, বিএনপির সাবেক নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং তার স্ত্রী নাসরিন খান দেশ ছাড়েন।
পরিবার সূত্র জানায়, মোর্শেদ খান দীর্ঘদিন ধরে পারকিনসনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার স্বার্থেই তিনি যুক্তরাজ্যে গিয়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে দুজন যাত্রী নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।’
যাত্রীদের পরিচয় জানতে চাইলে তিনি ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এর বাইরে আর কোন তথ্য দেননি তিনি।
পরিবার সূত্র জানায়, মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান লন্ডনে বসবাস করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে আগামী ৩০ মে পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে সরকার। পণ্যবাহী কার্গো ফ্লাইট ও বিশেষ ফ্লাইট এ নিষেধাজ্ঞা আওতার বাইরে রয়েছে।
Comments