হত্যার দায়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আটক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘থার্ড ডিগ্রি হত্যার অভিযোগ’ আনা হয়েছে।
floyd-and-chauvin-1.jpg
জর্জ ফ্লয়েড ও ডেরেক চভিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘থার্ড ডিগ্রি হত্যার অভিযোগ’ আনা হয়েছে।

গত ২৫ মের ঘটনার বিচারের দাবিতে মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে এ পদক্ষেপ নেওয়া হয়।

গত শুক্রবার মিনেসোটার তদন্তকারীরা ডেরেক চভিন নামে ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে। তার বিরুদ্ধে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার ডেরেক চভিনসহ তিন জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য।

নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। তিনি বারবার শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বলছিলেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago