খুলনা ও ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) এবং ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা লক্ষণ নিয়ে ভর্তি থাকা দুই রোগী মারা গেছেন।

খুমেকে ভর্তি থাকা রোগীর বয়স ছিল ৫৫ বছর। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

খুমেকের পরিচালক মুন্সী রেজা সেকান্দার দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা ছিলেন। জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গ নিয়ে গত ২৮ মে তাকে খুমেকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু ফলাফল এখনও পাওয়া যায়নি।

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের বয়স ছিল ৩৫ বছর। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, গত ২৭ মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ মে তার নমুনা সংগ্রহ করা হয়। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago