টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় লম্বা বন্দুকসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাব- ১৫।
এসময় দুই রাউন্ড কার্তুজ ও বন্দুকের এক রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব।
আটক রোহিঙ্গা ডাকাত টেকনাফ উপজেলার মুছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা জকির আহমেদের ছেলে শফি আলম (৩১)। তাকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।
Comments