চাঁদপুরে শিশুসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার সিভিল সার্জন ডা. মো.সাখাওয়াত উল্লাহ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনাক্ত ১৪ জনের মধ্যে ১২ জনই সদর উপজেলার। এর মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। আর বাকি দুই জন হাজীগঞ্জের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মোট ৯৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪টির করোনা পজিটিভ। এর মধ্যে হাজীগঞ্জে শনাক্ত হওয়া দুই জনের মধ্যে একজন উপসর্গ নিয়ে আগেই মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত শনাক্ত ১৮০ জনের মধ্যে ১০৩ জন সদরের, ২৯ জন ফরিদগঞ্জের, ১১ জন হাজীগঞ্জের, ১১ জন শাহরাস্তির, নয় জন কচুয়ার, সাত জন মতলব উত্তরের, ছয় জন মতলব দক্ষিণের ও চার জন হাইমচরের।

সিভিল সার্জন জানান, গতকাল সন্ধ্যায় মতলব উত্তরে মারা যাওয়া ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে চাঁদপুরে মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলেয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন। তাদের মধ্যে চাঁদপুর সদরের পাঁচ জন, ফরিদগঞ্জের তিন জন, কচুয়ার দুই জন, হাজীগঞ্জের দুই জন,  মতলব উত্তরের দুই জন ও শাহরাস্তির একজন।

Comments