পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জফেরত ৯ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত

corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত নয় পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়াল। নতুন শনাক্তদের মধ্যে আটোয়ারী উপজেলার এক নারী নারায়ণগঞ্জ ও অন্য আটজন সম্প্রতি ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

আজ শনিবার সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে পঞ্চগড় পৌরসভায় ৫৩ বছর বয়সী এক পুরুষ, আটোয়ারী উপজেলায় ২২ বছর বয়সী এক নারী ও ৪৫ বছর বয়সী এক পুরুষ এবং দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ও চিলাহাটি ইউনিয়নের ১৮ থেকে ৩৪ বছর বয়সী ছয় পুরুষ আছেন।

গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় পাঠানো রিপোর্টে এই নয় জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত নয়জনের মধ্যে আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলার সাত জনকে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একজন এবং পঞ্চগড় সদর উপজেলার পৌরসভা এলাকার একজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতেই করোনা আক্রান্তদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ২২৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago