ছেলেকে হত্যা করে আত্মহত্যা করলেন মা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছয় বছরের ছেলেসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিফা খাতুন (২৬) নামের এক নারী। গতকাল রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহত ছেলের নাম রাব্বি হাসান রিফাত। রিফা খাতুন বাকোশপোতা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নজরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, ‘পরিবারের প্রধান একজন দরিদ্র কৃষক। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশীরা যেটাকে ‘বাতাসের ভাব বা জিনের আছর’ বলে আখ্যা দিতেন।’
এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানান ইউপি সদস্য।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান বলেন, ‘শুক্রবার রাতে শিশুপুত্র রিফাতকে সঙ্গে নিয়ে বাবা মামুন হোসেন ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত তিন টার দিকে গোয়ালঘরে গরুর খাবার দিয়ে এসে তিনি দেখেন বিছানায় তার ছেলে রাব্বি নেই। পরে জানালা দিয়ে টর্চের আলোয় দেখতে পান- ঘরের ভেতরে তার স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাব্বিকেও মৃত অবস্থায় উদ্ধার করেন।’
ওসি বলেন, ‘শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
Comments