ফেনীতে খামার কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা
ফেনীতে গরুর খামারের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার রামপুর পাটোয়ারী বাড়ী এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম্মেল হক সাগর (২৬) এর বাড়ি নেত্রকোণা জেলার বারহাট্টি উপজেলায়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদ্বীপ রায় জানান, সাগর গত প্রায় ৭ বছর ধরে সাদেক হোসেন পাটোয়ারীর গরুর খামারের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।
সকাল সাড়ে ৮টার দিকে গরুর দুধ সংগ্রহের কথা বলে খামারে যায় সাগর। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় ১১টায় তাকে খুঁজতে খামারে গিয়ে পাওয়া যায়নি বলে জানান সাদেক হোসেন পাটোয়ারীর ছেলে সাজ্জাদ হোসেন। ডাকাডাকি করে না পেয়ে তার থাকার কক্ষের দিকে গেলে ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Comments