বাগেরহাটে ভাইবোনসহ ৩ জনের করোনা শনাক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভাইবোনসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভাইবোনসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ‘গত ২৬ মার্চ খুলনা থেকে দুই নারী ও এক তরুণ গ্রামের বাড়ি শরণখোলাতে ফেরেন। এরা খুলনায় দর্জি শ্রমিকের কাজ করতেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের এলাকায় ফিরে আসার সংবাদ স্বাস্থ্য বিভাগকে জানান। পরে স্বাস্থ্য বিভাগ ওই বাড়িতে গিয়ে আট জনের নমুনা সংগ্রহ করে। পরদিন আমরা নমুনা পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠাই। শুক্রবার রাতে খুলনার ল্যাব থেকে এই তিন জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

আজ আক্রান্তদের বাড়ি লাল পতাকা টাঙিয়ে লকডাউন করেছে প্রশাসন। আক্রান্তদের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আক্রান্তদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago