রংপুরে পুলিশ-আনসারসহ আরও ১০ জন করোনামুক্ত

প্রতীকী ছবি। (সংগৃহীত)

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পুলিশ ও আনসার সদস্যসহ আরও দশ জন।

আজ শনিবার দুপুরে করোনামুক্ত হওয়ায় তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী  বলেন, ‘চার আনসার সদস্যসহ পাঁচজন পুলিশ সদস্য গত ১৫ মে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছিলেন। এই দশজনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়ায় তাদেরকে আজ ছাড়পত্র প্রদান করা হয়।’

এ নিয়ে মোট ৬৫ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এখানে ৩১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

রংপুরে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৮৮।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago