পটুয়াখালীতে ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত
পটুয়াখালীতে ব্যাংকার, স্বাস্থ্যকর্মী ও শিক্ষিকাসহ নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো।
আজ শনিবার পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, নতুন শনাক্ত চার জনের মধ্যে গলাচিপা উপজেলার কৃষি ব্যাংকের ৫৭ বছর বয়সী এক কর্মকর্তা, কলাপাড়ার ডাবলুগঞ্জ ইউনিয়নের ৩৫ বছর বয়সী এক নারী স্বাস্থ্যকর্মী, কলাপাড়া শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ বছর বয়সী শিক্ষিকা এবং পটুয়াখালী সদর উপজেলার ২৩ বছর বয়সী এক যুবক আছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হালদার জানান, উপজেলায় আক্রান্ত দুজনের বাড়ী লকডাউন করা হয়েছে। আপাতত তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়াও, করোনা উপসর্গ থাকায় পটুয়াখালী জেলা কারাগারের দুই কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। কারাগারের ১২ বন্দির নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।
Comments