নোয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নোয়াখালীর কোম্পানিগঞ্জে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। মৃত রাজু আহাম্মেদ (২৫) আজ শনিবার দুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় মারা যান।
চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের কৃষক রাজু আহাম্মেদ আজ শনিবার সকালে বেড়িবাঁধ এলাকায় মাঠে কাজ করতে যান। দুপুরের দিকে ভারি বৃষ্টিপাত শুরু হলে, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বেড়িবাঁধের ওপর পৌঁছালে, বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিহত ব্যক্তির পরিবারকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ইউপি কার্যালয় থেকেও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফয়সাল আহাম্মেদ বলেন, ‘বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে আরও সহযোগিতা করার চেষ্টা করবো।’
Comments