জামালপুরে মেডিকেল শিক্ষার্থীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
জামালপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২০৮ জনের করোনা শনাক্ত হলো।
আজ শনিবার জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ২২ বছর বয়সী এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। ওই শিক্ষার্থী জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের মেয়ে।
তিনি আরও জানান, নতুন শনাক্তদের পাঁচ জনের মধ্যে ওই শিক্ষার্থীকে হোম আইসোলেশনে এবং অপর চার জনকে শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত ২০৮ জনের মধ্যে ২৪ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৪৪ জন স্বাস্থ্যকর্মী আছেন। জেলায় এ পর্যন্ত আট চিকিৎসকসহ ১০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং চার জন মারা গেছেন।
Comments