লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে আসছে না
লিবিয়ায় গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম।
আজ শনিবার বিবিসি বাংলাকে তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে লিবিয়ার মিজদা শহরেই দাফনের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘মরদেহগুলো মিজদায় দাফন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কাজেই এটি মেনে নিতেই হবে।’
তিনি জানান, আজ থেকেই মরদেহগুলো দাফনের প্রক্রিয়া শুরু হতে পারে।
আশরাফুল ইসলাম বলেন, মিজদা খুবই ছোট ও অনুন্নত একটি শহর। সেখানে মরদেহগুলো সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। সেইসঙ্গে যুদ্ধকবলিত এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ।
এছাড়াও, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় মরদেহ মিজদা শহর থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার লিবিয়ার মিজদায় অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হন। আহত হন ১১ বাংলাদেশি।
Comments