কুমিল্লায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার ১৫ জন, দেবিদ্বারে একজন, আদর্শ সদর উপজেলায় ৩ জন, লাকসামে একজন, বুড়িচংয়ে ২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষা শেষে আজ প্রতিবেদন আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান বলেন, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হিসেবে এখন পর্যন্ত মুরাদনগরে ১৪১ জন, দেবিদ্বারে ১৪০ জন, চান্দিনায় ৯৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮০ জন, লাকসামে ৫১ জন, নাঙ্গলকোটে ৫১ জন, আদর্শ সদরে ৫১ জন, বুড়িচংয়ে ৪৯ জন,
চৌদ্দগ্রামে ২৮ জন, দাউদকান্দিতে ২৫ জন, কুমিল্লা সদর দক্ষিণে ২৪ জন, তিতাসে ২২ জন, মনোহরগঞ্জে ১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ১৭ জন, বরুড়ায় ১৪ জন, হোমনায় ১১ জন, মেঘনায় ১১ জন, লালমাইয়ে ৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮ হাজার ৭৮৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭ হাজার ৭৯১ জনের।
করোনা আক্রান্ত হয়ে কুমিল্লায় মারা গেছেন ২৪ জন। সুস্থ হয়েছেন ১০৪ জন।
Comments