পাইলট করোনা আক্রান্ত, মাঝ আকাশ থেকে ফিরে গেল ভারতের বিমান

পাইলট করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথ থেকে ফেরানো হলো মস্কোগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। বিমান সংস্থাটির কর্মকর্তারা জানান, দিল্লির বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর এয়ারলাইনের কর্মীরা ওই পাইলটের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পান।
এনডিটিভি জানায়, রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ দেখা মাত্রই ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘এ৩২০এইও ফ্লাইটটি বন্দে ভারত মিশনের অধীনে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে মস্কো যাচ্ছিল। ওতে কোনো যাত্রী ছিল না। যখন বিমান উজবেকিস্তান পৌঁছে যায় তখন আমাদের দল জানতে পারে যে, পাইলটদের মধ্যে একজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।’
ফ্লাইটটি শনিবার সকাল ৭টার দিকে দিল্লি ছেড়ে যায় এবং দুপুর সাড়ে ১২টার দিকে ফিরে আসে। বিমানের ক্রুদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কর্মকর্তারা জানান, রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আরেকটি বিমান পাঠানো হবে। বিমান পরিচালনার আগে পাইলটদের করোনা পরীক্ষা করা হবে।
করোনা আক্রান্ত পাইলটের উড়োজাহাজ পরিচালনার ঘটনায় ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments